শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতিসদর

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে মহানগর বিএনপির লিফলেট বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নরায়ণগঞ্জে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপি।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে শহরের বাবুরাইল বউবাজার এলাকায় জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় আগামী ৭ জানুয়ারির নির্বাচন বর্জন এবং ভোটকেন্দ্রে না যেতে জনসাধারণকে আহবান জানান মহানগর বিএনপির নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ শেষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকার আবারো একটি পাতানো নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছে। আবারো জনগণের অধিকার হরণ করে লোক দেখান নির্বাচনের নামে ক্ষমতা দখল করতে চাইছে জালিম হাসিনা সরকার। কিন্তু এবার আর তাদের সে চেষ্টা সফল করতে দেয়া হবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী যে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়েছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিটি নেতাকর্মী জীবন দিয়ে তা সফল করার চেষ্টা করবে।

RSS
Follow by Email