শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
রাজনীতি

১ দিনের রিমান্ডে টিপু

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু ইউসুফ খান টিপুকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) সোনারগাঁ থানায় দায়ের করা নাশককতা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এর আগে সদর ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ২ টি নাশকতা মামলায় ১ দিন করে রিমান্ডে নিয়েছিল পুলিশ।

উল্লেখ্য, ৮ নভেম্বর বিএনপির ডাকা তৃতীয় দফায় ৪৮ ঘন্টার অবরোধ পালন করতে গিয়ে গ্রেফতার হন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু। ওই দিন সকালে পৌনে নয়টার দিকে শহরের লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। তবে মিছিলের জন্য আসা নেতাকর্মীরা পালিয়ে যাওয়ায় আর কাউকে গ্রেপ্তার করা হয়নি।

RSS
Follow by Email