শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫
সোনারগাঁ

সোনারগাঁয়ে ৪টি রাস্তার ভিত্তিপ্রস্তর ও ২টি ব্রিজ উদ্বোধনে এমপি খোকা

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে ঐতিহাসিক রতনপুর ব্রিজসহ ২ টি গার্ডার ব্রিজের উদ্বোধন ও ৪ টি রাস্তার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ-সদস্য লিয়াকত হোসেন খোকা।

শনিবার (২১ অক্টোবর) সকালে এসব স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল-ইসলাম ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, পিরোজপুর ইউনিয়ন মুক্তিযোদ্বা সন্তান কমান্ডের সভাপতি মাসুম বিল্লাহ,উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলিসহ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

RSS
Follow by Email