বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

মুক্তিযোদ্ধাদের অপমানিত করা হয়নি: মন্ত্রী গাজী

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ও বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, আমি মনে করি না কোন মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হয়েছে। এটা আসলে একে অপরকে ঘায়েল করার জন্য চেষ্টা হচ্ছে। পাঁচ সাত জন যে মুক্তিযোদ্ধারা গিয়েছিলো কিন্তু তারা স্থানীয় কোন মুক্তিযোদ্ধাকে সঙ্গে নেয় নি। ওই সময় অন্য একটা মিছিল তাদের মুখোমুখি হয় এবং এক পক্ষ থেকে অন্যপক্ষকে টিস বা উত্যক্ত করে। যদিও মুক্তিযোদ্ধারা কিছু বলে নি। মুক্তিযোদ্ধারা সেটাকেই অপমান হিসেবে নিয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রূপগঞ্জের গঙ্গানগর এলাকায় নির্বাচনী প্রচারণা কালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, তৈমুর আলম খন্দকার বাইরে থেকে লোক নিয়ে এসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। বাইরের লোক নিয়ে জনগণকে নিজেদের দলভাড়ি দেখাচ্ছে। সাধারণ জনগণ বুঝতে পারছে না যে এরা স্থানীয় লোক নাকি বাহিরের লোক।

আমার সাথে যারা আছে তারা সবাই এই ওয়ার্ডের লোক। তারা আসলে আমাদের ছোটখাটো খুদ ধরছে।এটাই তাদের কাজ। তারা নালিশ করছে কিন্তু আমাদের তো নালিশ করার সময় নেই কারণ আমাদের জনগণ ভোট কেন্দ্রে আনার চেষ্টা করতে হবে। আর যেহেতু নালিশ হয়েছে প্রশাসন একশন নিবে এটাই স্বাভাবিক। ঠিক একইভাবে যদি আমরা অভিযোগ করতাম তাহলে প্রশাসন ও একশন নিতো।

এসময় তার সঙ্গে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email