বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led03রাজনীতি

মিয়ানমার-ভারতের গোলাগুলিতে শহীদের জন্য মহানগর বিএনপি’র দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশের সীমান্তে মিয়ানমার ও ভারতের গোলাগুলিতে বাংলাদেশী যারা শহীদ হয়েছে, তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু নেতৃত্বে ওই দোয়ার আয়োজন করা হয়।

এড. আবু আল ইউসুফ খান টিপু জানায়, শুক্রবার বাদ জুম্মাবার বাংলাদেশের সীমান্তে মিয়ানমার ও ভারতের গোলাগুলিতে বাংলাদেশী যারা শহীদ হয়েছে, তাদের রুহের মাগফেরাত কামনা করে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্দ্যেগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ও নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির’ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email