মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
জেলাজুড়েসদর

বরফকলে বিআইডব্লিউটিএ‘র গোডাউনে অগ্নিকান্ড

লাইভ নারায়ণগঞ্জ: বরফকলে বিআইডব্লিউটিএ‘র গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ১৮ মিনিটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

এ ব্যাপারে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার বলেন, বিআইডব্লিউটিএ এর গোডাউনে একটি পাইপ লাইনে আগুন লেগেছে। দুপুর ১ টা ১৮ মিনিট এ ঘটনা ঘটে। আমাদের স্টেশন থেকে ১ টি ইউনিট গিয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করা হচ্ছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডিউটি অফিসার জানান, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস হতে ১ টি ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস হতে ৩ টি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে এবং আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।

RSS
Follow by Email