বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
বন্দর

বন্দরে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলা থেকে মানসিক ভারসাম্যহীন ২ সন্তানের জননী নাসিমা বেগমের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ভাড়াটিয়া ঘর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে বন্দর ফাড়ি পুলিশ।

আত্মহত্যাকারী গৃহবধূ নাসিমা বেগম বন্দর থানার সোনাকান্দাস্থ এনায়েতনগর এলাকার মৃত সেকেন্দার আলী মিয়ার মেয়ে ও উক্ত এলাকার হারুন মিয়ার স্ত্রী।

এর আগে, গত বুধবার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত এলাকার জনৈক বাদল মিয়ার ভাড়াটিয়া ঘরে ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আত্মহত্যাকারী গৃহবধূ ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বন্দর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, বন্দর ফাঁড়ির এসআই আরিফ পাঠানসহ সঙ্গীয় ফোর্স গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

RSS
Follow by Email