বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Led05জেলাজুড়েবন্দর

বন্দরে এক ব্যাক্তি আটক, ইয়াবা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক ব্যাক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন,র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত ব্যাক্তি মাদক ব্যবসায়ী। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার মদনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃত ব্যাক্তির নাম আয়ুব উল্লাহ (৪৪)। সে নোয়াখালী সোনাইমুড়ীর বজরা মিদ্দা বাড়ী এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১র অভিযান অব্যাহত থাকবে। আসামির বিরুদ্ধে বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

RSS
Follow by Email