বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
Led04জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় দগ্ধ সেই শ্রমিকের ৬দিন পর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘ ৬দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ফতুল্লার দগ্ধ শ্রমিক জামাল খান। শুক্রবার (২৫ আগস্ট) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে ফতুল্লায় ফেব্রিক্সের গরম পানির ড্রেনে পড়ে দগ্ধ হয়েছেন তিনি।

নিহত শ্রমিক জামাল খান(৩৭) ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকার মৃত. ছোমেদ খানের ছেলে।

হাসপাতাল থেকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাব উদ্দিন জানান, ১৯ আগষ্ট সকাল সাড়ে ১০টার সময় ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় অবস্থিত ফতুল্লা ফেব্রিক্স কারখানার ভিতরে মেশিন পরিস্কারের সময় গরম পানির ড্রেনে পড়ে যায় জামাল। এ সময় তাকে গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন। তার শরীরের অধিকাংশ স্থান দগ্ধ হয়েছে। ৬দিন তিনি চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

RSS
Follow by Email