বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Led03ফতুল্লা

পলিথিন উৎপাদন করায় কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন করায় কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে ৩৩০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ, পিপি দানা ও পলি রোল জব্দ করা হয়।

ফতুল্লার মধ্য ধর্মগঞ্জের ঢালীপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

নারায়ণগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার আরাফাত মোহাম্মদ নোমান এর নেতৃত্বে অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র‌্যাব-১১ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে সহযোগীতা করেছে ফতুল্লা ডিপিডিসির কর্মকর্তারা।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী, পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ রয়েছে। অভিযানে মধ্যধর্মগঞ্জে অবস্থিত আলম এর পলিথিন উৎপাদনকারী কারখানা থেকে প্রায় ৩৩০ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ, পিপি দানা ও পলি রোল জব্দ করা হয়। এছাড়া কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

RSS
Follow by Email