বুধবার, অক্টোবর ৩০, ২০২৪
Led02রাজনীতিসদর

‘পতিতালয় সরাতে পারলে, মাদক সরাতে পারবো না’ প্রশ্ন সেলিম ওসমানের

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম ওসমান বলেছেন, ‘আমাদের কাজ হচ্ছে যারা বিক্রেতা, তাদের বের করা। আর যারা এডিক্টেড, তাদেরকে বুঝানো। অনেক স্থানে প্রকাশ্যে মাদক বিক্রি করা হচ্ছে, অথচ আইনশৃঙ্খলা বাহিনী দেখছে না। জেলা প্রশাসক ও এসপি সাহেবের অফিসের বাইরে বিক্রি হয়, এটা আমরা সবাই জানি। আমরা যদি সচেতন না হই তাহলে কিভাবে হবে।’

বুধবার (৩ জানুয়ারি) সাংবাদিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে সেলিম ওসমান একথা বলেন। এইদিন দুপুর ১২টায় নগরীর চাষাঢ়া অবস্থিত বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাদক নির্মূলের বিষয়ে সেলিম ওসমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মাদক কি জিনিস এখনো আমাদের দেশের ৯০ভাগ বাচ্চারা জানে না। মাদকের কোন সেমিনারে আমি যাইনা। এটাকে ধামাচাপা দিয়ে রাখতে হবে। যদি আমি কিছু না বুঝেই মাদক নির্মূল করতে চাই, তাহলে এটাকে আরও পোশ্রয় দেওয়া হবে। শহরের বিভিন্ন চিপা-চাপায় মাদক বিক্রি হচ্ছে। এটা নির্মূল করা তো আমাদের কাজ না, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা যদি নারায়ণগঞ্জ থেকে পতিতালয় সরিয়ে দিতে পারি, তাহলে আমরা কি মাদক সরাতে পারবো না?’

এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নিউজ পেপার ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান বাদল, বৈশাখী টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক, নাগরিক টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জ’র সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ‍ছিলেন।

RSS
Follow by Email