শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Led05ক্রীড়াজেলাজুড়েফতুল্লা

নীট কনসার্ণ প্রিমিয়ার লীগে না.গঞ্জ ক্রিকেট একাডেমীর জয়

লাইভ নারায়ণগঞ্জ: নীট কনসার্ণ প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২২-২৩ এর ১০ম ম্যাচে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ১৩ রানে হারিয়েছে কেসি এপারেলস ক্রিকেট ক্লাবকে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এ.কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে সকালে টস জিতে কেসি এপারেলস অধিনায়ক রিফাত প্রথমে ব্যাট করার সুযোগ দেন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীকে।

৪৮.৩ ওভারে ক্রিকেট একাডেমী ১৯৩ রানে সবাই আউট হয়ে যায়। দলের হয়ে দারুন ব্যাট করেছেন মাহফুজুর রহমান রাব্বি। রাব্বি আউট হন ৪৫রানে। তিনি ৪ মেরেছেন ৪টি ছক্কা মেরেছেন ১টি। আরিফুল ফিরেছেন ৪ চারে ৩৫ রানে। সিয়াম আউট হন ৩১ রানে ২ চার ও ২ ছয়ে। সাজিদ ১ ছয়ে ১৫,জিসান ২ ছয়ে ১৫,রাফসান ২ চারে ১২ রান করেন। কেসি’র তানিম,অলিউল্লাহ ও রনি ফয়সাল ২টি করে উইকেট পান। জবাব দিতে গিয়ে শেষ পর্যন্ত লড়েছে কেসি এপারেলস। মারুফ ফিরেন ৫ চারে ৩৯ রানে। রাব্বিল ২ চার ও ২ ছয়ে ২৬ রান করেন। তানিম অপরাজিত থাকেন ৩ চারে ২৫ রানে। পারভেজ ২ চার ও ১ ছয়ে আউট হন ২২ রানে। অলিউল্লাহ ১ ছয়ে আউট হন ১৯ রানে। রনি ফয়সাল করেন ১২ রান। নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীর রাফসান পান ৪ উইকেট। ২ উইকেট পান রাব্বি। ১৮০ রানে কেসি’র সবাই আউট হয়ে যায়।

সংক্ষিপ্ত স্কোর : নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী -১৯৩/১০(৪৮.৩ ওভার) রাব্বি-৪৫,আরিফুল-৩৫,সিয়াম-৩১,জিসান-১৫,সাজিদ-১৫,রাফসান-১২। অতিরিক্ত-২০। তানিম-২/২২,অলিউল্লাহ-২/২৮,রনি ফয়সাল-২/৩১,শহিদ-২/৪০।

কেসি এপারেলস ক্রিকেট ক্লাব-১৮০/১০(৪৯.৩ ওভার) মারুফ-৩৯,রাব্বিল-২৬,তানিম-২৫,পারভেজ-২২,অলিউল্লাহ-১৯,রনি ফয়সাল-১২। অতিরিক্ত-৬। রাফসান-৪/৩১,রাব্বি-২/২৬।

RSS
Follow by Email