বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
জেলাজুড়েফতুল্লারাজনীতি

নির্বাচন আসলেই আমাদের মধ্যে শত্রুতা হয় : সেলিম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য একেএম সেলিম ওসমান উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বলেন, নির্বাচন আসলে আমাদের মধ্যে শত্রুতা হয়। এবার আল্লাহর রহমতে আশা করি কোন ঝামেলা হবে না। আমরা যেন সবাই শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারি। দরকার পরলে নির্বাচনই হবে না। আমাদের নতুন নেতৃত্বকে সুযোগ দিতে হবে।

শনিবার (২০ জানুয়ারি) ফতুল্লায় উইজডম অ্যাটায়ারস লিমিটেড ফ্যাক্টরীতে নির্বাচিত হওয়ায় জনপ্রতিনিধি ও নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, হয়তো খুব তাড়াতাড়ি ঘোষনা করে দেবো যে আমার জায়গায় যদি কেউ নির্বাচন করতে চাও, তাহলে আজকে থেকে আমার সাথে কাজ করা শুরু করো। হয়তো তিন চারজন আসবেন তবে তাদের মধ্যে যে ভালো কাজ করবেন তিনিই নির্বাচিত হবেন। আপনাদের নেতাদের পিছনে অনেক নেতাকর্মীরা ছিল যারা এই নির্বাচনকে স্বার্থক করেছে। আমার তাদের লিস্ট দরকার। যারা যারা কাজ করছে তাদের নিয়ে আমরা বসবো। প্রয়োজনে আমরা প্রবেশ কার্ড বানিয়ে তাদেরকে আমন্ত্রণ করব। সে নেতা কর্মীরা হতে পারে জাতীয় পার্টি, বিএনপি বা আওয়ামী লীগের লোক। আমরা তাদেরকে সম্মানিত করব।

এমপি সেলিম ওসমান বলেন, পাগলা সড়ক একটা বড় প্রশস্ত রাস্তা। কিন্তু সিএনজি স্ট্যান্ড ও বিভিন্ন দোকানগুলোর কারনে প্রশস্ত রাস্তাটা সরু হযে যাচ্ছে। আমরা এ বিষযে আলোচনায় বসবো যাতে ২০০ বা ৪০০ লোকের জন্য সারা নারায়ণগঞ্জের মানুষকে ভোগান্তীতে পরতে না হয়। কারণ চলাচলের রাস্তা ঠিক থাকলে ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্য ঠিক থাকবে।

অনুষ্ঠানে সেলিম ওসমানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, বন্দন উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশীদ, ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদ হোসেন, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এম এ সালাম, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বারবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সহ সভাপতি রবিউল হোসেন, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, আওআমী লীগ নেতা নাসির উদ্দিন প্রমুখ।

RSS
Follow by Email