বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Led05ফতুল্লা

নিজ ঘর থেকে উদ্ধার হলো কিশোরীর মৃতদেহ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মা সৌদি প্রবাসী। বাবা করেছে দ্বিতীয় বিয়ে।

খালা-খালুর সাথে থাকা ১৭ বছর বয়সী সুমাইয়ার ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে নিজ ঘর থেকে।

ফতুল্লার বাংলাবাজার এলাকা থেকে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত সুমাইয়া ফতুল্লা মডেল থানার বাংলাবাজারের ইমরানের বাড়ীর ভাড়াটিয়া রিয়াজুলের মেয়ে।

তবে, এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

নিহত সুমাইয়ার বড় বোন রিমা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করেছেন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, নিহত সুমাইয়া তার খালা-খালুর সাথে ভাড়া বাসায় বসবাস করতো। নিহতের বাবা তার মা কে বেশ কয়েক বছর পূর্বে ডিভোর্স দিয়ে অনত্র বিয়ে করে। অপরদিকে মা সৌদী প্রবাসী। শুক্রবার সকাল সাতটার দিকে নিহতের খালা নিজ কর্মস্থল গার্মেন্টসে চলে যায়। খালু ছিলো বাসার বাইরে। নিহত সুমাইয়া সকাল বেলা ঘুম থেকে উঠেছিলো। সকাল সাড়ে ৭ টার দিকে বাক প্রতিবন্ধি খালু বাসায় ফিরে এসে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করলে কোন সারাশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো নিহত সুমাইয়ার ঝুলন্ত লাশ।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রির্পোট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

RSS
Follow by Email