বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
বন্দর

না.গঞ্জের সদর ইউএনও’র সাথে বিডি ক্লিনের শুভেচ্ছা বিনিময়

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলামের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন স্বেচ্ছাসেবী সংগঠন নারায়ণগঞ্জ বিডি ক্লিন । সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ শুভেচ্ছা বিনিময় হয়।

শুভেচ্ছা বিনিময়ে নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, আমি পূর্বের কর্মস্থলে থাকা অবস্থায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সঙ্গে কাজ করেছি। তাদের কাজ আমার খুব ভালো লেগেছে। আগামীতে নারায়ণগঞ্জেও আমি বিডি ক্লিনকে নিয়ে কাজ করতে চাই। পরিচ্ছন্নতা কর্মসুচির পাশাপাশি বাল্য বিবাহ, মাদক, ইভটিজিংসহ নানা অপরাধ প্রতিরোধে আমরা কাজ করবো। আমি সদর উপজেলায় যে কয়দিন আছি, দাপ্তরিক কাজের বাইরেও ভালো কিছু করতে চাই। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসারসহ বিডি ক্লিন নারায়ণঞ্জ’র উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, জেলা সমন্বয়ক এস এম বিজয় এবং বিডি ক্লিন সদর উপজেলা কমিটির সদস্যবৃন্দ।

RSS
Follow by Email