শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ক্রীড়াজেলাজুড়েসদর

টিটু ও রানাকে জেলা ক্রীড়া সংস্থার শুভেচ্ছা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর নির্বাচনে, তানভীর আহমেদ টিটু সভাপতি পদে ও এস.এম রানা সহ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় জেলা ক্রীড়া সংস্থা শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (১৩ ডিসেম্বর) জেলা ক্রীড়া সংস্থা যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসিরের পাছানো এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

বার্তায় জেলা ক্রীড়া সংস্থার জানায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বিসিবি’র পরিচালক তানভীর আহমেদ টিটু সভাপতি পদে এবং জেলা ক্রীড়া সংস্থার
কার্যকরী পরিষদ সদস্য এস.এম রানা সহ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মর্তাগণ তাদের অভিনন্দন প্রকাশ করেন। এবং তাদেরসহ বিজয়ীদের নেতৃত্বে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড তার ভুমিকা যথাযথভাবে পালনে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, শনিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনের জন্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন তানভীর আহমেদ টিটু। সহ সভাপতি পদে এস এম রানা নির্বাচিত হন।

RSS
Follow by Email