সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
জেলাজুড়েরাজনীতিরূপগঞ্জ

গণসংযোগকালে মুখমুখি গাজী-তৈমূর

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ নির্বাচন উপলক্ষে গনসংযোগ করার সময় মুখমুখি সাক্ষাৎ হয় রূপগঞ্জ আসনে তৃণমূল বিএনপির মনোনিত প্রার্থী তৈমূর আলম খন্দকার এবং আওয়ামী লীগের মনোনিত প্রার্থী গোলাম দস্তগীর গাজীর।

শুক্রবার (২৯ ডিসেম্বর) উপজেলার খাদুন-মৈকুলী এলাকায় গণসংযোগের সময় দুই প্রার্থীর সাক্ষাৎহয়। এসময় প্রার্থীরা একে অপরের কাছে কুশল বিনিময় করে এবং নিজেদের প্রতীকে এ ভোট চান।

এসময় উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, তৈমূরের প্রচারণার সময় মন্ত্রী গাজী গাড়ি লক্ষ করে। এ সময় তৈমূর গাড়ির কাছে গেলে গাজী জানালা খুলতেই তৈমূর কুশল বিনিময় করে। শেষে একে অপরের কাছে দোয়া ও ভোট চান উভয় প্রার্থী। ।

RSS
Follow by Email