সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
Led06

না.গঞ্জে অবশেষে ট্রেনের চাকা ঘুরলো

লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘ ৮ মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) সকাল ৬টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ থেকে প্রথম ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্যেশে।

ট্রেন চলাচলে ভোগান্তি কমে এসে, স্বস্তি ফিরেছে সাধারণ যাত্রীদের মধ্যে।

নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিলো। যাত্রীদের কথা চিন্তা করে নারায়ণগঞ্জ রেলপথে মোট ৮টি ট্রেন ১৬ বার আসা যাওয়া করবে। পদ্মা সেতু বাকি কাজ শেষ হলে পরিপূর্ণভাবে ট্রেন চলাচল শুরু হবে।

নতুন সময় সূচি অনুযায়ী, নারায়ণগঞ্জ থেকে প্রথম ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভোর ৬টা ৫ মিনিটে। দ্বিতীয় ট্রেন সকাল সোয়া ৮টায়, তৃতীয় বেলা ১০ টা ২৫, চতুর্থ দুপুর ১২টা ৩৫, পঞ্চম দুপুর ২ টা ৪৫, ষষ্ঠ বিকাল সোয়া ৫টা, সপ্তম সন্ধ্যা ৭টা ২৫ ও অষ্টম ট্রেন ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে।

RSS
Follow by Email