ইসিকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার আবেদন তৈমূরের
লাইভ নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় নির্বাচকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনকে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার আবেদন করে তৃণমূল বিএনপির মহাচিব তৈমূর আল খন্দকার। নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়ার প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত করার জন্য এ আবেদন করেন তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী তৈমূর আল খন্দকারের স্বাক্ষরিত এক বার্তা এ তথ্য জানানো হয়।
আবেদনে তিনি উল্লেখ , “দ্বাদশ জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপি মনোনীত ১৩৭ জন প্রার্থীদের প্রতিদন্ধিতা করছে। একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাববিহীন নির্বাচন অনুষ্ঠিত করার জন্য আপনি ও কমিশন জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ। চলমান নির্বাচনী প্রচার কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধতা সম্পর্কে আপনাকে অবহিত করার জন্য আপনার নির্ধারিত তারিখ ও সময়ে জরুরী ভিত্তিতে আপনার সাথে সাক্ষাৎ করা প্রয়োজন। সে মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।” সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।