বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে সজু’র নেতৃত্বে লাঠি-দা হাতে মহড়া, মারধরের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের বাড়িবাড়ি গিয়ে বিএনপি নেতাকর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তানজিম কবীর সজুর বিরুদ্ধে।

তার নেতৃত্বে একটি মিছিল হাটে লাঠি, দা হাতে মহড়া দিতে দেখা গেছে। এমন বেশ কয়েকটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে, শনিবার দুপুর সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় বাবু নামে এক মোবাইল দোকানদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে জানা গেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত মোবাইল দোকানদার

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা সজুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোনটি সিরিভ করেননি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিষয়টি জেনেছি, তবে কোন মামলা করা হয়নি। অবশ্যই এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

RSS
Follow by Email