বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04রাজনীতি

এড. সাখাওয়াতকে ছেড়ে দিয়েছে পুলিশ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আটক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে শনিবার (২৯ জুলাই) বিকালে ছেড়ে দেওয়া হয়।

জেলা পুলিশ বলছে, তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য নেওয়া হয়েছিল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে সকাল সাড়ে ১১টায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তসাখাওয়াত হোসেনসহ ৫ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে সদর থানা বিএনপির সভাপতি আনোয়ার প্রধান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান ছিল। তারা এখনও পুলিশ হেফাজতে রয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান গণমাধ্যমকে জানান, আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ কোনো কারণ ছাড়াই লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে, গুলি করে। আমাদের বহু নেতাকর্মী এতে আহন হন। আমাকেও মারধর করে পুলিশ। পরে আমিসহ ৫ জনকে আটক করে নিয়ে আসলেও এখন ছেড়ে দিয়েছে। বাকিদেরও ছেড়ে দেবে বলে পুলিশ বলেছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু গণমাধ্যমকে জানান, কাউকে গ্রেপ্তার করা হয়নি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুধু।

RSS
Follow by Email