বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05রাজনীতি

নেতাকর্মীদের সন্তানদের জন্য সাগর প্রধানের ব্যাতিক্রম উদ্যোগ

লাইভ নারায়ণগঞ্জ: কারাবন্দি ও আত্মগোপন করা নেতাকর্মীদের সন্তানদের নতুন বছরে স্কুল কলেজে ভর্তির জন্য সম্মাননা বাবদ নগদ অর্থ শুভেচ্ছা উপহার দিয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান।

বুধবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় একটি রেস্তোরায় ওই শুভেচ্ছা তুলে দেন তিনি। এ সময় স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য দুই হাজার টাকা এবং কলেজের ছাত্র ছাত্রীদের জন্য তিন হাজার টাকা তুলে দেন।

সাগর প্রধান মুঠোফোনে লাইভ নারায়ণগঞ্জকে জানান, স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য দুই হাজার টাকা এবং কলেজের ছাত্র ছাত্রীদের জন্য তিন হাজার টাকা করে ব্যক্তিগত পক্ষ থেকে বিতরণ করতে পেরেছি বলে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জের একটি ছোট্ট রিসোর্টে এই আয়োজনটি করতে করেছি। নেতাদেরকে উৎসাহিত করার জন্য এবং নিজের একার পক্ষে সকলের দায়িত্ব নেয়া সম্ভব নয় বিধায় দুঃখ প্রকাশ করছি আরও কিছু নেতাকর্মীদের সন্তানদের এই সহযোগিতা চলমান থাকবে।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email