বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02রাজনীতি

প্রধানমন্ত্রীর সাথে সেলিম ওসমানের সাক্ষাৎ, গ্যাস সংকটে আলোচনা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার গ্যাস সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে আলোচনা করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি সেলিম ওসমান।

বুধবার (১৩ নভেম্বর) সকালে গণভবনে এই সাক্ষাৎ করেন সেলিম ওসমানসহ দেশের অন্যান্য শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা।

এর আগে, এফবিসিসিআই নেতৃবৃন্দ ব্যবসা বানিজ্য বিষয়ক বর্তমানে বিদ্যমান নানাবিধ সমস্যা নিয়ে প্রদানমন্ত্রীর সাথে আলোচনা করেন বলে জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবত গ্যাস সংকটে ভুগছে নারায়ণগঞ্জের গার্মেন্টস ব্যাবসায়ীরা। সমস্যাটির সমাধানে প্রতিমন্ত্রী নসরুল হামিদকে চিঠি দিয়েছিলেন সেলিম ওসমান। চিঠিতে প্রতিমন্ত্রী নসরুল হামিদকে সেলিম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ অঞ্চলে জরুরি ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করে শিল্পকারখানাগুলোকে বাঁচিয়ে রাখার পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থায় পড়ে সরকারকে যেন বিব্রত হতে না হয়, সে ব্যাপারে আপনার আশু হস্তক্ষেপ কামনা করছি।’

RSS
Follow by Email