বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04জেলাজুড়েবন্দর

র‌্যাবের অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি। রোববার (১০ ডিসেম্বর) রাত ১০টায় অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন দুরিবাতগ্রাম গ্রামের জামালের ছেলে মো. রনি (৩৬)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে র‌্যাব।

সোমবার (১১ ডিসেম্বর) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব প্রাথমিক অনুসন্ধান ও আসামিকে জিজ্ঞাসাবাদে জানতে পারে, গ্রেফতারকৃত আসামি মো. রনি (৩৬) পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত মো. রনি (৩৬) কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এব্যাপারে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

RSS
Follow by Email