বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led03রাজনীতি

সেলিম ওসমানকে সদর অঞ্চলের আ.লীগ ও অঙ্গ সংগঠনের সমর্থন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সিটি কর্পোরেশনের সদর অঞ্চলের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৭টায় ফতুল্লায় অবস্থিত সেলিম ওসমানের উইসডম কারখানায় নেতৃবৃন্দরা এই সাক্ষাৎ করেন।

বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন সভাপতি নাজমুল আলম সজল ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্নার নেতৃত্বে সাক্ষাৎ করেন- মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদুর রহমান খসরু, রবিউল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শামসুজ্জামান ভাষানী, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, সাবেক কাউন্সিলর শফিউদ্দিন প্রধান, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিউয়াজুল ইসলাম, মহানগর কৃষক লীগের আহবায়ক কবির হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সাফায়েত আলম সানি, জেলা শ্রমিক লীগের আহবায়ক আব্দুল কাদির, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাবেক কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলালসহ এনসিসি ১১ থেকে ১৮ নং ওয়ার্ড এর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতাকর্মীরা।

এসময় বক্তব্য রাখতে গিয়ে ওসমানের প্রতি সমর্থনের বার্তা তুলে ধরেন নেতৃবৃন্দরা।

এসময় ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সেলিম ওসমান বলেন, ‘জনগণের ভোটাধীকার নিশ্চিত করতে বিগত দিনে কাজ করেছে বর্তমান সরকার। তাই আগামী ৭ জানুয়ারী জাতীয় নির্বাচনে যাকে খুশি আপনারা ভোট দিন, কিন্তু আপনারা আপনাদের মুল্যবান ভোটটা দিতে ভোটকেন্দ্রে যান। আপনারা আপনাদের এই অধিকার নষ্ট করবেন না।’

RSS
Follow by Email