শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
জেলাজুড়েসোনারগাঁ

ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ: থানায় মামলা দায়ের

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে পণ্যবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে অবরোধ চলাকালে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো এলাকায় টাইলসবাহী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাক চালকের সহকারী মো. সায়মন (২০) দগ্ধ হন। দগ্ধ হেলপার সায়মন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) রাতে তালতলা ফাঁড়ি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. আসাদ মিয়া বাদী হয়ে এঘটনায় মামলা দায়ের করে। এ মামলায় ১২ জন এজহার নামীয় আসামিসহ অজ্ঞাত অনেককে আসামি করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে ও এর তদন্ত চলছে। এ পর্যন্ত কাউকে আটক করা হয় নি। এ মামলায় এজহার নামীয় ১২ থেকে ১৪ আসামি রয়েছে এবং অজ্ঞাত অনেক রয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

RSS
Follow by Email