বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
রাজনীতি

সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড কমিটি গঠন মিথ্যা, জানালেন সাধারণ সম্পাদক

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানার ১০টি ওয়ার্ড কমিটি গঠনের বিষয়টি সম্পুর্ন মিথ্যা বলে জানিয়েছেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া। তিনি জানান, ‘এই ধরনের তথাকথিত কমিটির সাথে আমার কোন সম্পর্ক নাই।’

বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি।

বিজ্ঞপ্তিতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মিয়া জানান, ‘ঐ কমিটিতে আমি কোন প্রকার স্বাক্ষর করি নাই। আমার স্বাক্ষর জাল করে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত কমিটি নিচের স্বাক্ষর আমার না। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল প্রকার সিদ্ধান্তের সাথে একমত। কে বা কারা এমন অপকর্ম করে আমাকে হেয় প্রতিপন্ন করেছে আমি তার তীব্র নিন্দা জানাই।’

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি আমি একমত। উপরোক্ত বিষয়টি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে জোর দাবি জানাচ্ছি। এখানে প্রকাশ থাকে যে, গত ২৩জুলাই আমার ফেসবুক আইডি কে বা কারা হ্যাক করে এই প্রতারণার আশ্রয় নিয়েছে আমার জানা নেই।

RSS
Follow by Email