সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
ফতুল্লা

নোয়াখালীতে তরুণীকে ধর্ষণ, ফতুল্লা থেকে আসামী গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ: নোয়াখালী জেলায় এক বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শাকিল হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে শিবু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার (এএসপি) সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ভিকটিম একজন বুদ্ধিপ্রতিবন্ধী। গ্রেফফতারকৃত আসামী শাকিল হোসেন ভিকটিমের প্রতিবেশী হয়। গত ১৩ সেপ্টেম্বর ভিকটিম ঘর থেকে বের হলে, পূর্বে থেকে ওৎ পেতে থাকা আসামী শাকিল ভিকটিমের মুখ চেপে ধরে তুলে নিয়ে পাশের বাঁশ ঝাড়ের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এর ১৫/২০ দিন আগে একইভাবে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে আসামী শাকিল।

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর ভিকটিমের মা বাদী হয়ে নোয়াখালী জেলার চাটখিল থানায় শাকিলকে একমাত্র আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে বলে জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতকে চাটখিল থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

RSS
Follow by Email