বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
ফতুল্লা

সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে আ.লীগের হরতাল বিরোধী মিছিল

লাইভ নারায়ণগঞ্জ সারা দেশে বিএনপির ডাকা সকাল সন্ধা হরতালের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিল বের করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদলের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল বের করে।

রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা মুন্সিগঞ্জ সড়কের কাশিপুরে হরতাল বিরোধী মিছিল বের করে।

এদিকে বিএনপির হরতালে জনগণের জানমালের নিরাপত্তার জন্য কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের নব-নির্মিত ভবনের সামনে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল সহ শত শত নেতাকর্মী অবস্থান করেন। এসময় তারা হরতাল বিরোধী মিছিল বের করে। তারা হরতাল মানি না মানবো স্লোগানে দিয়ে রাজপথ মুখরিত করে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় স্বাভাবিক ভাবে যাতে যানচলাচল করতে সার্বিক ভাবে সহযোগিতা করতে দেখা যায়।

হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিরুল্লা রতন, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন, ফতুল্লা থানা ছাত্র লীগের সহসভাপতি শরিয়ত উল্লাহ বাবু, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ছাত্র লীগ নেতা রিয়াজ উদ্দিন কবির সহ আরো অন্যান্য নেতাকর্মী।

RSS
Follow by Email