বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led04জেলাজুড়ে

না.গঞ্জে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের সংখ্যা বাড়ছে

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ১২জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা।

রোববার রাত ১০টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মোল্লা, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেছ, সদর থানা বিএনপির সদস্য ফয়সাল আহমেদ, নাসিকের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেন, একই ওয়ার্ডের কর্মী সোহেল, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মাসুদ, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা শফিকুল ইসলাম শফিকসহ আরও ৫জন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা লাইভ নারায়ণগঞ্জকে জানান, ‘মোট ১২জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগের মামলা ছিলো।’

জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘কিছুক্ষন পর পর নেতাকর্মীদের গ্রেফতারের সংবাদ পাচ্ছি। এখনো বিভিন্ন স্থান থেকে সংবাদ সংগ্রহ করছি।’

মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘আমাদের মহানগর বিএনপির ৫জন নেতাকর্মীসহ ২জন আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ৩দিনে নারায়ণগঞ্জে বিএনপির ৩১ নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে জানিয়ে তাদের নাম সহ একটি তালিকা প্রকাশ করে ছে নারায়ণগঞ্জ বিএনপি মিডিয়া সেল।

RSS
Follow by Email