সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led04ফতুল্লা

ফতুল্লায় খাদে পড়লো ফায়ার সার্ভিসের গাড়ি, আহত ১

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় আগুন নিভাতে যাওয়ার পথে ফায়ার সাভিসের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন কর্মকর্তা আহত হয়েছে বলে জানা গেছে। এসময় চালকসহ অন্যান্য কর্মীরা কোন মতে প্রানে রক্ষা পায়।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার পাগলা নৌবাহিনী ক্যাম্পের বিপরীতের খাদে বিসিক ফায়ার স্টেশনের অগ্নি নির্বাপক গাড়িটি পড়ে যায়।

আহত স্টেশন অফিসারের নাম সুমন।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই হারেস সিকদার জানান, পাগলা তালতলা এলাকায় কোন একটি স্থানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে আগুন নিভাতে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে অগ্নি নির্বাপক কর্মীদের নিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এসময় স্টেশন অফিসার সুমন আহত হয়। তখন সাথে থাকা চালকসহ অন্যরা লাফিয়ে পড়ে রক্ষা পায়। গাড়িটি কয়েকটি পল্টি খেয়ে খাদের পানিতে পড়ে ধুমড়ে মুচড়ে যায়।

ফতুল্লার বিসিক স্টেশনের ফায়ার ফাইটার এহসানুল হক জানান, স্টেশন অফিসার আহত হয়েছে তাকে শহরের খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আশঙ্কামুক্ত। খাদে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

RSS
Follow by Email