বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জ থেকে ৪৮ কেজি গাঁজাসহ তিনজন আটক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৪৮ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। শনিবার (২২ জুলাই) সকালের দিকে তাদের আটক করা হয়।

পরে, দুপুরে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ফারজানা হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটকরা হলেন- মো. নাসির (৩২), তার সহযোগী চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. আবু বক্করের ছেলে মো. আজিজুল (৩২) ও রাজশাহী জেলার মো. মনিরুল ইসলামের ছেলে মো. সাগর আলী (১৯)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email