শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
সোনারগাঁ

কাঁচপুরে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো ডিএনসিসি

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের নির্ধারিত জায়গায় স্থাপিত ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সোমবার (১৬ অক্টোবর) দিনব্যাপী দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগের ১২ বিঘা জমির ওপর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে ২৮ কোটি টাকা ব্যয়ে কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনালের নির্মাণ কাজ শুরু করা হচ্ছে। সেজন্য ৫ দিন আগে নোটিশ দিয়ে আজ এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

RSS
Follow by Email