বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led06ফতুল্লা

অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামকে সম্মাননা

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলামকে সম্মাননা প্রদান করেছে সোনালী রোদ্দুর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন৷ শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা প্রদান করে সংগঠনটি৷

শুক্রবার (২১ জুলাই) বিকেলে তল্লার আজমেরীবাগ এলাকায় নুরুল স্মৃতি পাঠাগারে এ আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ শিক্ষক মোস্তফা সাইফুল ইসলাম৷ প্রভাতী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা, সোনালী রোদ্দুর সংগঠনের সভাপতি পাপন সরকার, সাধারণ সম্পাদক শ্রাবস্তী সুহাসিনী, সোনাকান্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ কামাল, নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারিক মেহরাব হোসেন রাতুল প্রমুখ৷

এছাড়া স্কুলপড়ুয়া নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের খুদে সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷

অনুষ্ঠানে বক্তারা বলেন, মর্তুজা শরিফুল ইসলাম এ সমাজে শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন৷ সরকারি চাকুরিজীবী হওয়ায় তাকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যেতে হয়৷ তারপরও তিনি কোমলমতি শিশু-কিশোরদের কথা ভাবেন, তাদের জন্য পাঠাগার স্থাপন করেছেন৷ পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধ করতে তিনি গড়ে তুলেছেন পরিচ্ছন্ন বাংলাদেশ নামে সংগঠন৷ তিনি এ সমাজে এক অনন্য দৃষ্টান্ত৷

বক্তারা আরও বলেন, মানুষের দৈহিক উচ্চতা দিয়ে নয় হৃদয়ের উচ্চতা দিয়ে বিবেচনা করতে হবে৷ জীবন ক্ষণস্থায়ী তাই প্রতিটা মুহুর্তকে উপভোগ করতে হবে৷ এ সমাজে সংস্কৃতি চর্চা বাড়াতে হবে৷

RSS
Follow by Email