বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led03আদালতফতুল্লা

না.গঞ্জে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় মো. শহীদুল ইসলাম (৪৮) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায় ঘোষণাকালে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. শহিদুল ইসলাম বরিশালের বাবুগঞ্জ এলাকার হোসেন সরদারের ছেলে।

এ বিষয়ে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের পাগলা মুন্সিখোলা এলাকা থেকে অস্ত্রসহ শহীদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় থানায় মামলা দায়ের হলে আদালত বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন।

RSS
Follow by Email