শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
Led03শিক্ষা

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেও চেইঞ্জেস স্কুল বদ্ধপরিকর: জিএম ফারুক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম ‘চেইঞ্জেস’ স্কুলের চেয়ারম্যান জি.এম ফারুক বলেছেন, ২০ বছর অভিভাবকদের নিরবিচ্ছিন্ন সহায়তার কারনে ‘চেইঞ্জেস’ নারায়ণগঞ্জবাসীর আকাঙ্খা অনেকখানি পূরণে সমর্থ হয়েছে। ভবিষ্যতে নারায়ণগঞ্জের আর কোন শিক্ষার্থীকে ঢাকামুখি হতে হবে না বলে আশা প্রকাশ করেন। মান সম্পন্ন শিক্ষাদানের কারণে ইতিমধ্যেই সারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে ১০০% স্কলারশীপ নিয়ে অনেক শিক্ষার্থী উচ্চতর ডিগ্রী অর্জন করছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম ‘চেইঞ্জেস’ স্কুলে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জিএম ফারুক আরও বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল হলেও প্রতিষ্ঠানটিতে দেশীয় সাংস্কৃতিক চর্চা বেশ ভাল ভাবেই অব্যাহত রয়েছে। আমাদের দেশীয় সংস্কৃতির প্রতিটি দিবসই প্রতিষ্ঠানটি উদযাপন করে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেও প্রতিষ্ঠানটি বদ্ধ পরিকর।

এ সময় আরও উপস্থিত ছিলেন, স্কুলের পরিচালক জেসমিন আলী, মাকসুদ ইবনে রহমান, উপদেষ্টা আমিনুর রশীদ মিরন, অধ্যক্ষ নাসিমা বেগম ও সকল শিক্ষক/শিক্ষিকা,কর্মকর্তাগণ।

RSS
Follow by Email