বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02জেলাজুড়েস্বাস্থ্য

নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গু, সাথে আতঙ্ক

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক। এরই মাঝে, নারায়ণগঞ্জ জেলায় ১৫৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, আর বর্তমানে ১১৭জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় শহরে বেশকিছু রাস্থায় সৃষ্ট গর্ত, বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ড্রেনেজ অবস্থা নাজুক হওয়ায় মশার লার্ভা সৃষ্টি হচ্ছে বলে দাবি সচেতন মহলের।

সরকারি হিসেবে বৃহস্পতিবার (৫ অক্টোবর) পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১৬২৩জন ছাড়িয়েছে। তবে বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিকের পরীক্ষা বিবেচনায় নিলে আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। অন্যদিকে, জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও বেশকিছু রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের পরীক্ষায়ও বেশকিছু ডেঙ্গু শনাক্ত হয়েছে।

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবৎ কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা আছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা বলছেন, আমাদের দেশে মশক নিধনে ফগিংকে খুব গুরুত্ব দেওয়া হয়। কিন্তু ফগিংয়ের চেয়ে লার্ভিসাইডিংয়ের প্রতি বেশি জোর দেওয়া উচিত। ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, জুলাই মাসের পর থেকে নারায়ণগঞ্জে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসে (১-৫ অক্টোবর) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে ১৫০ জন। সেপ্টম্বর মাসে মোট আক্রান্তের সংখ্যা ৬৭৭ জন ও আগস্টে মোট ৪৮৯জন আক্রান্ত হয়েছেন।

জানা গেছে, বর্তমানে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২৮জন, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ৫৮জন, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬জন, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ও সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্বাবধায়ক ডাঃ মো আবুল বাসার লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা আমাদের রোগীদের সর্বচ্চ সেবা দিচ্ছি। আমাদের কোন কিছুর সংকট বা সমস্যা নেই। বৃষ্টি কমলে আশা করি ডেঙ্গুর প্রকোপ অনেকটা কমে যাবে। ডেঙ্গু মোকাবেলায় সকল নাগরীককে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান লাইভ নারায়ণগঞ্জকে বলেন, ‘নারায়ণগঞ্জের সরকারি হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগীদের সব রকমের সেবা দেয়া হচ্ছে। রোগীর তেমন চাপ নেই। বর্ষার কারণে এটি (ডেঙ্গু) আবার বৃদ্ধি পাচ্ছে, না হলে তো কমে যাওয়ার কথা। আমাদের এখানে এখনো কোন রোগী মারা যায়নি, সেবা প্রদানেও কোন রকমের সমস্যা হচ্ছে না।’

RSS
Follow by Email