বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02জেলাজুড়েফতুল্লা

ফতুল্লায় দগ্ধ ওয়ার্কসপ মিস্ত্রী পাঁচদিন পর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ওয়ার্কসপ মিস্ত্রী দগ্ধ সুমন (২৮) মারা গেছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সুমন ফতুল্লার পাগলা পপুলার হাসপাতাল ভবনের চতুর্থ তলার ভাড়াটিয়া। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা গেছেন। তার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ ছিল। পাঁচদিন চিকিৎসা চলার পর মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। এর আগে ২৯ সেপ্টেম্বর রাতে সুমন তার তালতলা এলাকায় অবস্থিত ওয়ার্কসপের সার্টার খুলে বৈদ্যুতিক বাতি জালানোর জন্য সুইচ দিতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে ওয়ার্কসপের ভেতরে লাইন লিকেজ হয়ে গ্যাস জমে ছিলো। সেই গ্যাস বিস্ফোরণে ওয়ার্কসপের মালিকসহ সুমন মারাত্মক দগ্ধ হয়।

RSS
Follow by Email