বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led03জেলাজুড়েসোনারগাঁ

সোনারগাঁয়ে যুবক আটক, গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।বৃহস্পতিবার কাঁচপুর নয়াবাড়ি অনন্ত গার্মেন্টসের সামনে তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) তাকে মাদক মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটককৃতদের নাম সোহাগ সরকার (৩৩)। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই গ্রামের শামসুল সরকারের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) রেজাউল হক বলেন, বৃহস্পতিবার ছয় কেজি গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করা হয়। দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email