নাগবাড়িতে যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা থানাধীন নাগবাড়ি এলাকায় ১জানুয়ারী (বৃহস্পতিবার) ভোররাতে রায়হান খান নামে এক যুবককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতা ও অপরাধসংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড হতে পারে।
নিহত রায়হান খান (প্রায় ২৫ বছও) চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার মৃত বিল্লাল খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের তাঁতিপাড়া এলাকার ইয়াসিন মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
কীভাবে ঘটে হত্যাকাণ্ড:
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরের দিকে নাগবাড়ি এলাকার একটি নির্জন স্থানে রায়হানকে একাধিক দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
অপরাধজগতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসব অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে বিভিন্ন সময় তার সঙ্গে অন্যান্য অপরাধীদের দ্বন্দ্ব চলছিল।

হত্যার পেছনে যে কারণের ধারণা:
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জের ধরেই হয়তো হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের বক্তব্য:
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আমরা কাজ করছি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”
এলাকায় আতঙ্ক:
এ ঘটনায় নাগবাড়ি ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
