বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লাইভ নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের হাতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। ৩০ ডিসেম্বর বিকেলে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী কলোনী এলাকায় এক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন: ১. সাহাব উদ্দিন (৫০), পিতা- মৃত আব্দুল কাইয়ুম, মাতা- মৃত ছাইরুন নেছা ২. সাদ্দাম (২৭), পিতা- মোঃ আজগর, মাতা- নুরাইচা ৩. সোহেল রানা (৩২), পিতা- শামীম, সর্ব সাং- সুমিলপাড়া বিহারী ক্যাম্প, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই অভিযানটি সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক এর নেতৃত্বে সফলভাবে পরিচালনা করেছে।

পুলিশ জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে যাতে মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

RSS
Follow by Email