সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫
Led03রাজনীতি

ফ্যাসিবাদিরা যতভাবে পেরেছে তারেক রহমান ও তার পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে: মাসুদুজ্জামান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপকার জননেতা  তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার পর স্বদেশ প্রত্যাবর্তন করছেন। মা, মানুষ ও মাতৃভূমির টানে তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে বাংলাদেশে আসবেন। জাতীয় নেতা হিসেবে তারেক রহমান দেশ ও জনগনের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র পুণর্গঠনের যে ঐতিহাসিক দায়িত্ব পেয়েছেন তা যেনো সফলভাবে পালন করতে পারেন সে লক্ষ্যে নারায়নগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান দোয়া মাহফিলের আয়োজন করেন।

২২ ডিসেম্বর  নগরীর বরফকল ঘাট সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে মাসুদুজ্জামানের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়ার আয়োজনে মাসুদুজ্জামান বলেন, আমাদের প্রাণপ্রিয় জাতীয় নেতা দীর্ঘ ১৮ বছর মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন রয়েছেন, দুরে ছিলেন। তিনি বিভিন্নভাবে ফ্যসিবাদ দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। তার পরিবার নিপীড়িত হয়েছে, দল ক্ষতিগ্রস্থ হয়েছে। ফ্যাসিবাদিরা যতভাবে পেরেছে জনাব তারেক রহমান ও তার পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। কিন্তু মহান রাব্বুল আলামিনের মেহেরবানি- যে ফ্যসিবাদের শত অত্যাচারেও তারেক রহমান মাথা নত করেননি। আমরা তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ইনশাল্লাহ আগামী ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৮ বছরের প্রতীক্ষার অবসান হবে। আজকের এই দোয়া মাহফিল থেকে আমরা জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য দোয়া করি। আল্লাহ যেনো দেশের জন্য তার সমস্ত ত্যাগ কবুল করেন।

আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, ও আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, আলমগীর হোসেন, শরীফুল ইসলাম শিপলু, সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দীন, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার। এছাড়াও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
<span;>

RSS
Follow by Email