বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
Led01বিশেষ প্রতিবেদন

‘টক অব দ্য টাউন’: কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাসুদুজ্জামান?

লাইভ নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন—হঠাৎ করে কেন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ? তার এই সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিজেই এই সিদ্ধান্তের কথা জানান মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, ব্যক্তিগত কারণ, পারিবারিক চাপ এবং নিরাপত্তা শঙ্কার কারণেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না।

নিরাপত্তা শঙ্কা কতটা বড় কারণ?

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান ইঙ্গিত দেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনায় তিনি ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। স্থানীয়ভাবে অনেকেই মনে করছেন, চলমান রাজনৈতিক উত্তেজনা এবং ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিই তার সিদ্ধান্তের অন্যতম বড় কারণ।

পারিবারিক চাপের ভূমিকা

ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই তাকে নির্বাচন না করার অনুরোধ জানানো হচ্ছিল। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় শেষ পর্যন্ত পরিবারকেই অগ্রাধিকার দিয়েছেন তিনি।

দলের ভেতরের হিসাব–নিকাশ?

যদিও মাসুদুজ্জামান মাসুদ স্পষ্ট করে দলের ভেতরের কোনো দ্বন্দ্বের কথা বলেননি, তবে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে—দলীয় কৌশল, সাংগঠনিক বাস্তবতা এবং নির্বাচনী পরিস্থিতিও এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

ভোটার ও নেতাকর্মীদের প্রতিক্রিয়া

গত পাঁচ মাস ধরে মাঠে সক্রিয় থাকা মাসুদের সরে দাঁড়ানোয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ হতাশ, আবার কেউ এটাকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন।

সামনে কী?

মাসুদুজ্জামান মাসুদ জানিয়েছেন, দলের পক্ষ থেকে যিনি পরবর্তী সময়ে প্রার্থী হবেন, তার পাশে থেকে তিনি কাজ করবেন। ফলে এখন সবার নজর বিএনপির পরবর্তী সিদ্ধান্তের দিকে—কে হচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনের নতুন মুখ?

সব মিলিয়ে, নিরাপত্তা, পরিবার ও রাজনৈতিক বাস্তবতার সমন্বয়েই মাসুদুজ্জামান মাসুদের এই সিদ্ধান্ত—যা এখন নিঃসন্দেহে নারায়ণগঞ্জের ‘টক অব দ্য টাউন’।

RSS
Follow by Email