বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
Led02আড়াইহাজার

আড়াইহাজারে মাথাবিহীন লাশ উদ্ধার

আড়াইহাজারের মাহমুদপুরে মাথাবিহীন অজ্ঞাত এক পুরুষের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে মাহমুদপুর শ্রীনিবাসদী এলাকার একটি চক লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “সকালে অজ্ঞাত এক ব্যক্তির মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ধারণা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। বাকিটা পরিচয়, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তসাপেক্ষে জানা যাবে।

RSS
Follow by Email