শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
Led04রাজনীতি

সানিকে দেখতে হাসপাতালে মোহাম্মদ আলী

লাইভ নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের আহবায়ক ও বিএনপি’র সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আনিসুল ইসলাম সানিকে দেখতে হাসপাতালে যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এ সময় তিনি আনিসুল ইসলাম সানির শারিরিক অবস্থার খোজ খবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সাথে ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়া, জাসাস মহানগর সভাপতি স্বপন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ সদর কমান্ডের আহ্বায়ক নূর হোসেন মোল্লা সহ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email