বন্দরে কর্কসীট কারখানায় ভয়াবহ আগুন, ১০ কোটি টাকার ক্ষতি
নারায়ণগঞ্জের বন্দরে একটি কর্কসীট তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
বুধবার দুপুরে উপজেলার লক্ষণখোলা এলাকায় আয়শা ইপসা ইনস্যুলেশন লিমিটেড এ এই অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষণখোলা এলাকায় আয়শা ইপসা ইনস্যুলেশন লিমিটেড এ আগুন লাগে। চারিদিকে কালো ধোয়ায় এলাকা ছেয়ে যায়। আশপাশের মানুষ আগুন নেভানোর চেষ্ঠা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। নারায়ণগঞ্জের বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুনের খবর পেয়ে দুপুর দেড়টায় দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে আগুনে কারখানার মেশিন, কর্কসেট, কর্কসেট তৈরীর কাচামাল, ক্যামিকেল পুড়ে যায়। ফায়ার সার্ভিস দাবি করেন, মেশিনারিজসহ প্রায় ১৫ কোটি টাকা মূল্যের মালামাল উদ্ধার করে রক্ষা করেন তারা। আর ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় ৮ কোটি টাকা হবে। আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে।
কারখানার চেয়ারম্যান এম মোরশেদ খন্দকার জানান, কারখানার বেশ কিছু মেশিনারিজ, কর্কসীট তৈরির কাচামাল, ক্যামিকেল ও কর্কসিট পুড়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার কয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
