বাংলাদেশ যুব ফেডারেশন: জেলা কমিটিতে চার সদস্যকে কো-আপ্ট
লাইভ নারায়ণগঞ্জ:
মো. আল মেহেদী, মো. রিয়াদ হোসেন, সানজিদা ইসলাম ইলমা ও রাতুল দেওয়ান নতুন এই চার সদস্যকে কো-আপ্ট করা হয়েছে। বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সোমবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ এর প্রেরিত বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, সংগঠনের সম্প্রসারণ ও নেতৃত্ব বিকাশের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি বলেন, নতুন সদস্যরা সংগঠনের কাজকে আরও গতিশীল করবে।
এছাড়া অভিনন্দন জানান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল, যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ, অর্থ সম্পাদক এ আর দোলন, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ ও প্রচার সম্পাদক সাকিব হাসান সানি।
