রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
রাজনীতি

মাসুদুজ্জামানের পক্ষে ১৪ নং ওয়ার্ডে গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে ১৪ নং ওয়ার্ডের উকিলপাড়া মসজিদ এলাকা হতে নন্দীপাড়, গলাচিপা ও রেললাইন সংলগ্ন বৃহত্তর এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। স্থানীয় নেতাকর্মী, যুবসমাজ, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ ভোটারদের উৎসাহব্যঞ্জক অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

প্রচারণায় জনসাধারণের মাঝে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা উন্নয়ন কর্মসূচি তুলে ধরা হয়। এতে স্থানীয় অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, যুব কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাস দমন, নিরাপদ জনপথ নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক অগ্রাধিকারসমূহকে বিশেষভাবে উল্লেখ করা হয়। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার দীর্ঘদিনের দাবিগুলো পূরণের প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দ ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান। গণসংযোগ চলাকালে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয় এবং স্থানীয় অধিবাসীরা মাসুদুজ্জামানের প্রতি গভীর সমর্থন ও প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁরা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, জনবান্ধব প্রশাসন ও স্বচ্ছ নেতৃত্বের জন্য এ প্রার্থীই সঠিক বিকল্প।

রবিবার (২৩ নভেম্বর) এই আয়োজনে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিঃযুগ্ম আহবায়ক মোঃ আবদুস সবুর খাঁন সেন্টু, যুগ্ম আহবায়ক মোঃ আনোয়ার হোসেন আনু, বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামাল বদু, সহ- সভাপতি সাবেক ছাত্রদল নেতা দুলাল মল্লিক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, নাঃগঞ্জ মহানগর বিএনপির সদস্য মাকিত মুস্তাকিম শিপলু, সাবেক সদর থানা যুবদলের সভাপতি মহানগর বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ( দপ্তর) সজিব, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জম হোসেন মন্টি,১৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন, ১৪ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি পারভেজ আলম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব কার্তিক ঘোষ, ১৫ নং ওয়ার্ড যুবদল নেতা ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, সদর থানা যুবদল নেতা স্বপন, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রনি মল্লিক, সদস্য সচিব মোঃ মাহাফুজুর রহমান, ১৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ সোহেল শেখ, ১৬ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ওয়াসিম,১৫ ওয়ার্ড বিএনপি নেতা রিপন, নারায়ণগঞ্জ মহানগর, সদর থানা বিএনপি ও যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতৃবৃন্দ যথাক্রমে দেলোয়ার, নুর আলম,সিপন,মোস্তাক,শাহ জালাল,টমাস,সেলিম,সুজন, সঞ্জু, জিতু,রাকিব, বাবু প্রমুখ।

গণসংযোগে অংশ নেয়া নেতৃবৃন্দরা জানান, ধানের শীষ জাতীয় ঐক্য, উন্নয়ন অঙ্গীকার ও জনমতের প্রতিনিধিত্বের প্রতীক, যা তারা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। প্রচারণা চলাকালে লিফলেট বিতরণ, দোয়া কামনা এবং আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করা হয়।

RSS
Follow by Email