শনিবার, নভেম্বর ২২, ২০২৫
সদর

না.গঞ্জ ক্লাব’র নির্বাচনে সহ-সভাপতি পদে সাইদুল্লাহ হৃদয়ের মনোনয়ন

লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ ক্লাব লিঃ পরিচালনা পর্ষদ ২০২৬ নির্বাচনে সহ-সভাপতি পদে লায়ন মোঃ সাইদুল্লাহ হৃদয় মনোনয়ন দাখিল করেছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে নির্বাচন কমিশমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় নারায়ণগঞ্জ ক্লাব লিঃ পরিচালনা পর্ষদ ২০২৬ নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি, সদস্য মোঃ আলী হায়দার, ব্যারিস্টার মো মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিল শেষে লায়ন মোঃ সাইদুল্লাহ হৃদয় বলেন, নারায়ণগঞ্জ ক্লাবকে আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা সহ সম্মানিত সদস্যদের সেবা নিশ্চিত করার লক্ষ নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি । আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ৩১৫ এ ২ এর সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এম এ ওহাব, সাবেক কাউন্সিলর ওবায়দুল্লাহ সহ ক্লাবের বেশ কয়েকজন সদস্য ও সমর্থকবৃন্দ।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ক্লাবের সদস্যদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

আগামী ২৩ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই–বাছাইয়ের শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

RSS
Follow by Email