সুযোগ সব সময় আসেনা: আবদুল জব্বার
লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর (পশ্চিম) সাংগঠনিক থানা জামায়াতের উঠান বৈঠকে মাওলানা আবদুল জব্বার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ন্যায় ও অন্যায় পার্থক্য করার নির্বাচন।
২২ নভেম্বর (শনিবার) কাশীপুর ইউনিয়ন দেওভোগ বাশমুলী, ৭ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ ৪-আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার এর নির্বাচনী ওঠান বৈঠক ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানার উদ্যোগে এ সময় দেওভোগ, বাশমুলি ৭নং ওয়ার্ড , কাশিপুর ইউনিয়ন বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে গনসংযোগ ও করেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার সে সময় আরও বলেন, সুযোগ সব সময় আসেনা। আমরা যদি সুযোগ কাজে লাগাতে চাই, তাহলে কারা ন্যায়ের পক্ষে আছে তা দেখে আগামী নির্বাচনে তাদেরকে সমর্থন জানাতে হবে।নারায়ণগঞ্জ সদর পশ্চিম থানা আমীর এ্যাডভোকেট আক্তার হোসেন এর সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ সদর পশ্চিম সাংগঠনিক থানার বাইতুল মাল সম্পাদক মোঃ আল আমিন
পরিচালনায় উক্ত প্রোগামে এছাড়াও উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মোঃ সাইদুর রহমান, থানা সহকারী সেক্রেটারি মাওলানা বশির আহমাদ, বিশিষ্ট ব্যাংকার মোঃ সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ উজির আলী স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ মোফাজ্জল স্যার, কারী গোলাম মাওলা সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল, স্থানীয ব্যক্তিবর্গ ও সাধারণ সর্বাস্থরের জনগণ ।
